প্রেসিডেন্ট নির্বাচনে রমনী-রায়ান জুটি

দু’হাজার বারোর প্রেসিডেন্ট নির্বাচনে রেপাবলিকান পদ প্রার্থী মিট রমনী ভাইস প্রেসিডেন্ট পদের জন্যে তাঁর নির্বাচনী –জুটি হিসেবে বেছে নিয়েছেন উইসকানসীনের কংগ্রেসম্যান পল রায়ানকে । পল রায়ান বাজেট বিষয়ে ঝাঁ চকচকে নতুন ধারার চিন্তা-চেতনার অধিকারী বলে পরিচিত , বাজেট প্রস্তাব নিয়ে-বয়স্কদের জন্যে চিকিত্সা কর্মসূচী মেডিকেয়ার নিয়ে তাঁর নিটোল ধ্যান ধারণা রয়েছে বলে মনে করা হয়ে থাকে , কিন্তু রমনি চান তাঁর নিজস্ব চিন্তাধারা নিয়ে এগুতে , পলের আইডিয়া নিয়ে নয় । রমনি নিজে রাজনীতিকের পুত্র – বেসরকারী খাতে অর্জিত অজস্র ধন-সম্পদের মালিক – অপর দিকে আইনজিবী তনয় পল মাত্র ১৬ বছর বয়সে পিতাকে হারিয়ে সরকারী চাকরি করে – জীবনে কস্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন , এখনো খুব সাদাসিধে জীবন যাপন করে থাকেন উইসকানসীনে স্ত্রী জেনা ও তিন সন্তানের সঙ্গে অথবা সপ্তাহের কাজের দিনগুলোতে কংগ্রেসীয় কার্যালয়েই রাত্রিযাপনের মধ্যে দিয়ে । ভিন্ন ধারার এ দুয়ের জোট কতোটা সুবিধেজনক হবে এক সঙ্গে এগিয়ে চলার পথে হোয়াইট হাউস যাত্রায় ?
বিশ্লেষন করেছেন নিউ ইয়র্ক প্রাবাসী অর্থনীতিবিদ-ভাস্যকার ডক্টর সেলিম জাহান ভয়েস অফ এ্যামেরিকার সরকার কবীরূদ্দীনের সঙ্গে এক সাক্ষাত্কারে ।

Your browser doesn’t support HTML5

us pol romney-ryan