আগামিকাল মঙ্গলবার ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাষ্ট্রে প্রতি চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচন হয় । মঙ্গলবার ৬ নভেম্বর ২০১২ সালে এবারেরটি এটি হবে ৫৭ তম প্রেসিডেন্ট নির্বাচন । বর্তমান ক্ষমতাসদীন প্রেসিডেণ্ট বারাক ওবামা দ্বিতিয় মেয়াদের জন্যে নির্বাচিত হতে প্রতিদ্বন্দীতা করছেন দ্বিতিয় চার বছর মেয়াদের জন্যে । এবার রেপাবলিকান পার্টীর প্রার্থী হলেন , ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্নর মিট রমনী । দু’ই দলেরই প্রার্থীর নাম আনুষ্ঠিকভাবে ঘোষনা করা হয় পার্টীর আনুষ্ঠানিক কনভেনশনে । সংবিধানের নির্দেশ মোতাবেক প্রেসিডেণ্ট নির্বাচনের সঙ্গে কংগ্রেসের সেনেট সভার এক তৃতিয়াংশ আসন এবং ১ শ’ ১৩ তম কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদসস্যদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে – অনুষ্ঠিত হচ্ছে ১১টি রাজ্যের গভর্নর পদের । সেনেট সদস্যদের কার্যকালের মেয়াদ ৬ বছর – প্রতিনিধি পরিষদের কংগ্রেস বিধায়কদের কার্যকালের মেয়াদ ২ বছর করে । যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সদস্যদের সংখ্যা এক শ’ - প্রতিনিধি পরিষদ সদস্যরা হলেন ৪ শ’ ৩৫ । মোটামুটি এই হলো যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন প্রসঙ্গ । প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন সোমবার ৫ নভেম্বর আমরা নির্বাচন ও সম্ভাব্য ফলাফল ইত্যাদি নিয়ে কথা বলি ভার্জিনিয়া নিবাসী ফ্রিলান্স সাংবাদিক-সংবাদ বিশ্লেষক - ভাস্যকার আরশাদ মাহমূদের সঙ্গে ।