শরণার্থীদের সাহায্যের আহ্বান:  জন কেরী 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী শুক্রবার বিশ্ব অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন, যুদ্ধের কারণে যে নজির বিহীন সংখ্যক মানুষ উদ্বাস্তু হয়েছেন তাদের সাহায্যের জন্য এবং এই সংকট মোকাবেলায় তাদের প্রচেষ্টা যেন তারা দ্বিগুণ বাড়ান। তিনি সন্ত্রাসের হুমকি যে বেড়েছে তা দমন এবং অন্যান্য সংকট মোকাবেলায় মৌলিক পর্যায়ে চেষ্টা বাড়ানোর কথা বলেছেন।


সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি বক্তব্য দেওয়ার সময় বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা এ বছরের নিউ ইয়র্কে জাতি সংঘে বিশ্বব্যাপী শরণার্থী সংকট মোকাবেলার বিষয় নিয়ে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন।


আমেরিকা ঘোষণা করেছে যে তারা নভেম্বর মাসের মধ্যে ৮৫ হাজার শরণার্থী গ্রহণ করার পরিকল্পনা করেছেন। এবং আগামী বছর ১ লক্ষ শরণার্থীকে এদেশে আসার সুযোগ দেবে।