বাইডেনের বিশ্বাস আমেরিকা বিশ্বমঞ্চে আবারো ফিরে এসেছে,তবে মিত্ররা সন্দিহান 

বাইডেনের বিশ্বাস আমেরিকা বিশ্বমঞ্চে আবারো ফিরে এসেছে,তবে মিত্ররা সন্দিহান 

ইউরোপীয় কর্মসূচির গবেষক, হান্স কুন্ডনানি বলেছেন, ইউরোপিয়ানরা যুক্তরাষ্ট্রকে আর নির্ভরযোগ্য ও সামঞ্জস্যপূর্ণ অংশীদার বলে ভাবেন নাI 

গত সপ্তাহে লন্ডনে জি-৭ এবং ইউরোপে নেটো জোটের সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন আমেরিকা বিশ্বমঞ্চে আবার ফিরে এসেছে এবং জলবায়ু পরিবর্তন, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সাইবার নিরাপত্তা ও স্বল্প মূল্যে দরিদ্র দেশগুলিতে ভ্যাকসিন সরবরাহের মতো প্রধান সমস্যাগুলিতে যুক্তরাষ্ট্র নের্তৃত্ব দিতে পারে, এমন দাবি উত্থাপনের কোনো সুযোগ ছাড়েন নিI

অন্যান্য বিষয়গুলি ছাড়া, তিনি বিশ্বের পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশের কর্মকর্তাদের কাছে "চীনের বেল্ট এন্ড রোড" প্রকল্পের জবাবে আমেরিকার "বিল্ট ব্যাক বেটার" বিশ্বমৈত্রীর অংশীদারিত্বের কথা তুলে ধরেনI এই কর্মসূচির ব্যাখ্যা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তাঁর এই উদ্যোগ, চীনের প্রকল্পের চাইতে বেশী ন্যায়সঙ্গত এবং মিত্রদেশগুলির জন্য শুধু নয়, বিশ্বের জন্য তা মঙ্গলজনক, যা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাবে, স্বৈরাচারী মূল্যবোধ নয়I

ট্রাম্প প্রশাসনের ৪ বছরে বহু চুক্তি লংঘিত হয়েছে, বহু মূল্যবোধের অবক্ষয় হয়েছে এবং দীর্ঘদিনের মিত্রদের যা ক্ষুব্ধ করেছেI সম্মেলনে বাইডেনের মন্তব্যকে উষ্ণভাবে স্বাগত জানানো হলেও, লন্ডনের চাত্তাম হাউজের ইউরোপীয় কর্মসূচির গবেষক, হান্স কুন্ডনানি বলেছেন, ইউরোপিয়ানরা যুক্তরাষ্ট্রকে আর নির্ভরযোগ্য ও সামঞ্জস্যপূর্ণ অংশীদার বলে ভাবেন নাI