দি নিউ ইয়র্ক টাইমস পত্রিকা নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায় যে শনিবার হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে গ্যাং-এর সদস্যরা শিশুসহ প্রায় ১৭জন খৃস্টান মিশনারি ও তাদের পরিবারকে অপহরণ করেছেI
পত্রিকা জানায়, মিশনারি সদস্যরা সঙ্কটে জর্জরিত ক্যারিবীয় দেশটির একটি অনাথ আশ্রম ত্যাগের সময় তাদের অপহরণ করা হয়I
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয় হাইতিতে আরেক স্থানে যাবার আগে যখন তারা কতিপয় সদস্যকে বিমানবন্দরে নামাতে যাচ্ছিলেন, তখন বাস থেকে দুর্বৃত্তরা তাদের অপহরণ করেI
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের একজন মুখমাত্র, জেনিফার ভিয়াও ইমেইল মারফত জানান, "আমরা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি"I অফিসের সময়ের বাইরে হাইতির যুক্তরাষ্ট্র দূতাবাস এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে সাড়া দেয় নিI
হাইতি পুলিশ বাহিনীর মুখপাত্র জানান তিনি এই ঘটনা সম্পর্কে খোঁজ নিচ্ছেনI রিপোর্টে মিশনারিজ বা তাদের চার্চ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয় নিI
দুই আমেরিকার দরিদ্রতম দেশটিতে দলীয় সহিংসতায় হাজার হাজার মানুষ বাস্ত্যুচুত হয়েছেন এবং অর্থনৈতিক কর্মকান্ড ব্যাহত হয়েছেI জুলাই মাসে প্রেসিডেন্ট জোভেনেল মইজ-এর হত্যাকাণ্ড এবং অগাস্ট মাসে ভূমিকম্পের পর দেশটিতে সহিংসতা বহুলাংশে বৃদ্ধি পায়I ঐ ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা যায়I