যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী লিবিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করেছে: পেন্টাগন

পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী লিবিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করেছে।

যুক্তরাষ্ট্র ও লিবিয়ার কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘ সমর্থিত লিবিয়ার গর্ভমেন্ট অব ন্যাশনাল একর্ড বা জিএনএ এর অনুরোধে ঐ হামলা পরিচালনা করা হয়।

পেন্টাগন জানিয়েছে, জিএনএ এর সঙ্গে সংযুক্ত বাহিনীর সমর্থনে ঐ বিমান হামলায় প্রেসিডেন্টের অনুমোদন ছিল।