প্রেসিডেন্ট বারাক ওবামা এ সপ্তাহে লাওস এর ভিয়েনতিয়েনে তার ঐতিহাসিক সফরের সময়ে, দক্ষিণপূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোকে আশ্বস্ত করবেন যে ওই অঞ্চলে নতুন করে ভারসাম্য রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্ দৃঢ ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট সে দেশ সফর করছেন।
তিনি দক্ষিণপূর্ব এশিয়া রাষ্ট্র সংস্থা আসিয়ান ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার এবং ওই অঞ্চলে আমেরিকার প্রভাব বৃদ্ধি করতে চেষ্টা করবেন।
White House এর কর্মকর্তারা বলেছেন ওবামা, যুক্তরাষ্ট্র – লাও সম্পর্ক উন্নত করতে চেষ্টা করবেন।