যুক্তরাষ্ট্র দক্ষিন কোরিয়ার প্রতিরক্ষার ব্যাপারে সংকল্পদৃপ্তভাবে দায়বদ্ধ রয়েছে

প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে আজ মঙ্গলবার ওয়াশিংটনে , হোয়াইট হাউসে আলোচনায় মিলিত হচ্ছেন । আলোচনায় উত্তর কোরিয়া এবং তার পারমানবিক কর্মসূচি যেসব উদ্বেগ আশংকা সৃষ্টি করছে সেসবের ওপর মনোযোগ নিবদ্ধ করা হবে বলে ধারনা করা হচ্ছে । যুক্তরাষ্ট্র যে দক্ষিন কোরিয়ার প্রতিরক্ষার ব্যাপারে সংকল্পদৃপ্তভাবে দায়বদ্ধ রয়েছে কথাটা এসব আলোচনার মধ্যে দিয়ে পূনর্ব্যক্ত করা হবে বলে হোয়াইট হাউস কর্মকর্তাদের সূত্রে উল্লেখ করা হচ্ছে । যুক্তরাষ্ট্রে , কর্মকর্তাদের ধারণা , উত্ক্ষেপন অত্যাসন্ন , এরকম অবস্থান থেকে মাঝারি পাল্লার দু’টি ক্ষেপনাস্ত্র সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া , যাতে করে আপাত:দৃষ্টিতে মনে হতে পারে , কোরিয় উপদ্বীপের উত্তেজনা পরিস্থিতির কিছুটা যেন প্রশমন ঘটলো ।
পরিচয় প্রকাশ ব্যতিরেকে , ওয়াশিংটনের প্রতিরক্ষা বিভাগিয় কর্মকর্তারা সোমবার জানান – পিয়ংইয়াং ঐ দু’টি মুসূডান ক্ষেপনাস্ত্র দেশটির পূর্ব উপকূলবর্তি উত্ক্ষেপন মঞ্চ থেকে সরিয়ে নিয়েছে এই হালেই । দক্ষিন কোরিয়ার সংবাদ মাধ্যমেও এ অপসারনের খবরা খবর বেরিয়েছে ।
উত্তর কোরিয়া অপরিক্ষিত ঐ মুসুডান ক্ষেপনাস্ত্র উত্ক্ষেপন করতে পারে , একথা বলে ওয়াশিংটনের তরফে বেশ ক’ সপ্তাহ ধরেই হূঁশিয়ারি উচ্চারিত হ’চ্ছিলো । এ ক্ষেপনাস্ত্র সাড়ে তিন হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে পারে এবং ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অনেক ক’টি লক্ষস্থল অবধি পৌঁছুতে পারে তা । হোয়াইট হাউসের এশিয়া বিষয়াবলির সিনিয়র ডিরেক্টর ড্যানিয়েল রাসেল বলেন – এ অপসারনকে শুভ সংবাদ বলে আনন্দ করাটা অপরিপক্ক পদক্ষেপ হবে – বলেন , পরিক্ষার ব্যাপারটা যুক্তরাষ্ট্র নাকচ করতে পারে না ।
ইতিমধ্যে , দক্ষিন কোরিয়ার প্রেসিডেণ্ট পার্ক গূন হে সোমবার রাতে ওয়াশিংটনে কোরিয়-এ্যামেরিকানদের এক নৈশভোজে বলেন – দক্ষিন কোরিয়া , যুক্তরাষ্ট্র ও চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রেখেই উত্তর কোরিয়ার ব্যাপারে শান্তভাবে সংকল্পদৃপ্ত অবস্থান নিচ্ছে ।
বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক যৌথ অধিবেশনে পার্ক গুন হের ভাষন দেবার কথা ।