যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান বলেছেন ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকান কলাকৌশলের একটা ভিত্তি

Mideast Israel US

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান অ্যাশ কার্টার সোমবার বলেছেন ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকান কলাকৌশলের একটা ভিত্তি। প্রতিরক্ষামন্ত্রী ওই অঞ্চলে এক সফর শুরু করেছেন যার লক্ষ্য হচ্ছে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংযোগ জোরদার করা। ইরানের সঙ্গে যে নতুন আন্তর্জাতিক পারমানবিক চুক্তি হয়েছে সে সম্পর্কে কয়েকটি মিত্রদেশ উদ্বিগ্ন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন প্রতিরক্ষামন্ত্রী কার্টার্কে উষ্ণ অভ্যর্থনা জানান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার দেখা করার কথা রয়েছে। মি নেতানিয়াহু ওই চুক্তিকে ঐতিহাসিক ত্রুটি বলে আখ্যায়িত করেন। ওই চুক্তির লক্ষ্য হচ্ছে তেহেরানের পারমানবিক অস্ত্র তৈরি বন্ধ করা।