হোয়াইট হাউজের একজন কর্মকর্তা আজ ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র জাতিসংঘের টিকা সহযোগিতা প্রক্রিয়া কভ্যাক্সের মাধ্যমে কসোভোতে ৩২,১০০ ডোজ ফাইজার টিকা পাঠাচ্ছে। বাইডেন প্রশাসন এ বছরে আরও আগের দিকে যে ৫০ কোটি ডোজ ফাইজারের টিকা কিনেছিল, এ টিকা তারই অংশ।
কসোভোতে প্রধানত ডেল্টা প্রকরণের কারণে আবারও কভিড-১৯ ‘এর প্রকট সংক্রমণ দেখা দিয়েছে। জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের মতে সে দেশে ১,২০,৮৬২ জন নিশ্চিত ভাবে কভিড-১৯ ‘এ সংক্রমিত হয়েছে এবং আরা গেছে ২,২৯৫ জন। কসোভোতে ৫,৫০,০০০ ‘এর ও কম টিকা দেওয়া হয়েছে।
বাইডেন প্রশাসন দু শ’ কোটি ডলার কভ্যাক্সকে দান করেছে এবং ফাইজারের ৫০ কোটি টিকা কেনার প্রতিশ্রুতি দিয়েছে। কভ্যাক্স এবং আফ্রিকান ইউনিয়নের ৯২ টি স্বল্প আয়ের এবং নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে পুরো বছর জুড়ে এই টিকা বিতরণেরও প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রেই হচ্ছে বিশ্বে সব চেয়ে বেশি টিকার ক্রেতা এবং দাতা দেশ।
টিকা দানের এত বড় কর্মসূচি সত্বেও যুক্তরাষ্ট্র সমালোচনার সম্মুখীন হয়েছে যখন সে ২০ শে সেপ্টেম্বর থেকে সকল আমেরিকানকে বুস্টার ডোজ প্রদানের পরিকল্পনা ঘোষনা করে।
প্রেসিডেন্ট জো বাইডেন এই সমালোচনা নাকচ করে দেন যে যুক্তরাষ্ট্র তাদের দিকে নজর দিচ্ছে না যারা এখনও বিশ্বের অনেক জায়গায় এক ডোজ টিকা ও পায়নি।