জাতিসংঘে ইরান মনোনিত রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্র ভিসা প্রদানে আপত্তি জানানোয় ইরান বিশেষ কমিটির বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে

এ্যামেরিকার কর্মকর্তারা হামিদ আবু তালিবীর ঐ মনোনয়নে আপত্তি জানিয়েছে,১৯ শ’ ৭৯ সালে তেহরানে,যুক্তরাষ্ট্র দূতবাস অবরোধে তাঁর কথিত সংশ্লিষ্টতার কারণে।হোয়াইট হাউস মূখপাত্র জে কার্নী বলছেন-এ মনোনয়ন যথার্থ নয়।সোমবার জাতিসংঘে ইরানের মিশন একটা চিঠি দিয়ে এহেন সিদ্ধান্তকে কূটনীতির ওপর নেতিবাচক জটীলতা বলে উল্লেখ করেছে- বলেছে,এতে করে একটা বিপজ্জনক দৃষ্টান্ত সৃষ্টি হবে।বলেছে-জাতিসংঘের সদস্য একটি রাষ্ট্রকে ভিসা প্রদানে অসম্মতি জাতিসংঘ সনদের বরখেলাপ-আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
জরুরি ভিত্তিতে বিষয়টির ফয়সলার জন্যে ইরান স্বাগতিক দেশের সঙ্গে সম্পর্ক বিষয়ক জাতিসংঘ কমিটিকে অনুরোধ জানিয়েছে।
সাইপ্রাস ঐ কমিটির প্রধান পদে অধিষ্ঠিত রয়েছে এবং জাতিসংঘে তাদের রাষ্ট্রদূত নিকোলাস এমিলিউয়ের যে উক্তি বার্তা সংস্থা রয়টার্স উদ্ধৃত করেছে তাতে বলা হয়েছে সম্ভবত: আসছে সপ্তাহেই এ নিয়ে কমিটি বৈঠকে বসবে।