দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মাইক পম্পেও ও মার্ক এস্পার ভারত সফরে 

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্পার, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে, রবিবার ভারতের উদ্দ্যেশে রওয়ানা হয়ে যানI ওয়াশিংটন, ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে চীনের ভৌগোলিক রাজনীতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায়, ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহীI

নুতন দিল্লি সফর শেষে মাইক পম্পেও, শ্রীলংকা, মলদিভস এবং ইন্দোনেশিয়া সফর করবেনI

ভারতে মি. পম্পেও ও মি. এস্পার তৃতীয় বার্ষিক যুক্তরাষ্ট্র-ভারত ২+২ মন্ত্রীদের মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেনI দুই দেশের আলোচনায়, বিশ্বজনীন সহযোগিতা, করোনা সংকটে সাড়া, ইন্দো-প্রশান্তমহাসাগরীয় এলাকার চ্যালেঞ্জ , প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলি প্রাধান্য পাবেI