তালিবানকে রুশ অর্থপ্রদান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল

মধ্য প্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল গতকাল বলেছেন যে এ রকম গোপন খবর যে আফগানিস্তানে আমেরিকান সৈন্যদের হত্যার জন্য রাশিয়া তালিবান জঙ্গিদের অর্থ দিয়ে থাকতে পারে চিন্তার বিষয় তবে তিনি এখনও মনে করেন না যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মৃত্যুর কারণ তালিবানের পুরস্কার প্রাপ্তি।

মধ্য প্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল গতকাল বলেছেন যে এ রকম গোপন খবর যে আফগানিস্তানে আমেরিকান সৈন্যদের হত্যার জন্য রাশিয়া তালিবান জঙ্গিদের অর্থ দিয়ে থাকতে পারে চিন্তার বিষয় তবে তিনি এখনও মনে করেন না যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মৃত্যুর কারণ তালিবানের পুরস্কার প্রাপ্তি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকাঞ্জি একদল সংবাদদাতার সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে বলেন এই তথ্য পাবার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তার সৈন্যদের সুরক্ষার ব্যাপারে কোন বাড়তি পদক্ষেপ নেয়নি তবে এই বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য তিনি তাঁর গোয়েন্দা স্টাফদের নির্দেশ দিয়েছেন। ম্যাকাঞ্জিই হচ্ছেন পেন্টাগনের প্রথম কর্মকর্তা যিনি প্রকাশ্যে এ ব্যাপারে বিস্তারিত বলেছেন।

তিনি অবশ্য সতর্ক করে দেন যে আফগানিস্তানে রাশিয়া দীর্ঘ দিন ধরেই হুমকি হয়ে রয়েছে এবং এ রকম বহু খবর পাওয়া গেছে যে অনেক বছর ধরেই রাশিয়া অস্ত্র শস্ত্র এবং অন্যান্য সম্পদ দিয়ে তালিবান যোদ্ধাদের সমর্থন যুগিয়ে এসছে। বর্তমানে মধ্য প্রাচ্যে সফররত ম্যাকেঞ্জি বলেন আমাদের সব সময়ে এটা মনে রাখা দরকার যে রাশিয়া আমাদের বন্ধু নয় । তিনি বলেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যদের জন্য সব চেয়ে ভাল সুরক্ষা ব্যবস্থা বহাল আছে। রাশিয়া তালিবানকে পয়সা দিচ্ছে কীনা, তার চাইতেও বড় কথা হচ্ছে গত বহু বছর ধরে তালিবান আমাদের বিরুদ্ধে সাধ্যমত অভিযান চালিয়েছে।