২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শ্বাসরুদ্ধকর প্রেসিডেন্ট নির্বাচন। প্রতিটি মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন জানার জন্য কে হচ্ছেন এই ক্ষমতাধর দেশের পরবর্তী প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন অনেক পরিবর্তন নিয়ে এসেছে। রেকর্ড সংখ্যক মানুষ অগ্রিম ভোট দিয়েছেন, তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বরাবরই কিছু রাজ্য থাকে যাদের বলা হয় সুইং স্টেট অর্থাৎ যে রাজ্যে ভোটারদের সমর্থন যেকোনো দলের দীকে যেতে পারে। ২০১৬ সালের নির্বাচনে খুব কম ব্যবধানে প্রেসিডেন্ট ডনালড ট্রাম্প এমন কিছু রাজ্যে জিতে যান। এ বছর সে রাজ্যগুলো যেন তার এখতিয়ারে থাকে সেজন্য তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রচারাভিযান চালিয়েছেন। প্রাত্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও সুইং স্টেটগুলোতে তার প্রচারাভিযান চালিয়েছেন।
এ বছর বেশ কয়েকটি রাজ্য যেমন এরিজোনা, আইওয়া, ওহাইও, নর্থ ক্যরোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান, ওয়িস্কন্সিন, পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, মিনেসোটাতে চলেছে শক্ত প্রতিদ্বন্দ্বিতা।
Your browser doesn’t support HTML5