যুক্তরাষ্ট্র ও কিউবা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে

Cuba Embassy in Washington DC

পাঁচ দশকেরও বেশি সময় ধরে বৈরিতার পর সোমবার, যুক্তরাষ্ট্র ও কিউবা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

সূর্যাস্তের আগেই লাল সাদা ও নীল কিউবান পতাকা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে উত্তোলন করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সব দেশের কূটনৈতিক সম্পর্ক আছে সে সব দেশের পতাকার পাশেই কিউবার পতাকা স্থান পায়।

যুক্তরাষ্ট্র ও কিউবার দূতাবাস এখন একে অপরের দেশে পূর্ণ মাত্রায় কাজ করবে।

৫৪ বছর পর এই কূটনৈতিক পরিবর্তন ঘটলো। প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রশাসনের সময় কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হযেছিলো।

সোমবার ওয়াশিংটনে কিউবার দূতাবাস উদ্বধোনী অনুষ্ঠান হয়।