সন্ত্রাসীদেরকে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে ৮ বছরেরর কারাদন্ড দেয়া হল

সন্ত্রাসীদেরকে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে ৮ বছরেরর কারাদন্ড দেয়া হল।

বিচার বিভাগের এক ঘোষণায় বলা হয় এরিক ফেইট নামের ঐ লোকটি গত বছর গ্লেনডন স্কট ক্রাওফোর্ড নামের এক ব্যাক্তিকে নিউইয়র্কের আলবেনীতে মুসলমানদের ওপর হামলা করে হত্যার লক্ষে তেজস্ক্রিয়তার যন্ত্র পাওয়ায় সহায়তার কথা স্বিকার করায় বুধবার তাকে ৮ বছরেরর কারাদন্ড দেয়া হয়।

দুজনকেই গ্রেফতার করা হয়।