চীন-যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের আলোচনা

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ছবিতে উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 'র আলোচনা বৈঠকের সময়-২৬শে জুলাই, ২০২১, পররাষ্ট্র দপ্তর, সৌজন্যে এপি

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর সোমবার জানায়, যুক্তরাষ্ট্রের এক উর্ধতন কূটনীতিক চীনা কর্মকর্তাদের জানান, যে যুক্তরাষ্ট্র দুটি দেশের তীব্র প্রতিদ্বন্দিতাকে স্বাগত জানায়, তবে চীনের সঙ্গে কোনো বিরোধ চায় নাI সহকারী পররাষ্ট্রমন্ত্রী, ওয়েন্ডি শের্মান চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিএ ফেং এবং পররাষ্ট্রমন্ত্রী, ওয়াং ই 'র সঙ্গে দুদিনের আলোচনার জন্য চীন সফর করছেনI

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানান, শের্মান ও ওয়াং চীন- যুক্তরাষ্ট্র বন্ধুত্বের দায়িত্বশীল ব্যবস্থাপনার শর্তাবলী নির্ধারণ নিয়ে আলোচনা করেছেন Iতাদের আলোচনার বিশেষ বিষয় বস্তুর মধ্যে ছিল, হংকংয়ে চীনের দমন অভিযান, গণহত্যা, সিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন এবং গণমাধ্যমে চীন সরকারের বাধানিষেধ নিয়ে অ্যামেরিকার উদ্বেগ।

প্রাইস বলেন, শের্মান চীনের সাইবারস্পেসে ভূমিকার বিষয়টি উত্থাপন করেছেনI যুক্তরাষ্ট্র ও অন্য কয়েকটি দেশ চীনের সাইবারস্পেসে ভূমিকা ও তাদের দায়িত্বহীন আচরণের জন্য দোষারোপের কয়েকদিন পরেই এই আলোচনা অনুষ্ঠিত হয়I চীনও তাদের স্বার্থের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার জন্য দোষারোপ করেছেI

চীনের সরকারি সূত্রে বলা হয় যে, জি বলেছেন যুক্তরাষ্ট্র চীনকে দমিয়ে রাখতে চেষ্টা করছে এবং দেশটিকে একটি কাল্পনিক শত্রু হিসাবে গণ্য করছেI