রিপোর্ট: যুক্তরাষ্ট্র চীনা হ্যাকারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে

FILE - Part of the building of 'Unit 61398,' a secretive Chinese military department, is seen on the outskirts of Shanghai.

ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে চীনের সাইবার গুপ্তচরবৃত্তির জবাবে যুক্তরাষ্ট্র এক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যে সকল ব্যক্তি বা কম্পানি, বানিজ্যের গোপন তথ্য চুরির সুবিধা ভোগ করেছে , তাদের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করবে।

ওয়াশিংটন পোস্ট পত্রিকা প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ না করে তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে যে যুক্তরাষ্ট্র এখনও সিদ্ধান্ত নেয়নি নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা কিন্তু শীঘ্রই সেই সিদ্ধান্ত জানা যাবে।

পয়লা এপ্রিল মি ওবামা, এক নির্বাহী নির্দেশে সাক্ষর করেন । তার অধীনে অর্থ বিভাগ, অ্যটর্নী জেনারেল ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে যারা যুক্তরাষ্ট্রের কোন কম্পানিতে হ্যাকিং এর জন্য দায়ী বা যারা আর্থিক লাভের জন্য ওই তথ্য পাবে তাদের সহায় সম্পত্তি জাব্দ করা হবে।