যুক্তরাষ্ট্র মধ্য আমেরিকার জন্য ১.২ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগের ঘোষণা দিচ্ছে

মধ্য আমেরিকা থেকে অভিবাসীদের একটি দল যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছে৷

অভিবাসন সমস্যা নিরসনে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে, সোমবার মধ্য আমেরিকায় বেসরকারি খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

মধ্য আমেরিকায় বিনিয়োগের উদ্যোগ নিয়ে আলোচনার জন্য হ্যারিসের সাথে ১০টি কোম্পানির নেতাদের অনুষ্ঠিতব্য এক বৈঠকে এই ঘোষণাটি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউস বলেছে, ১.২ বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদরের কৃষকদের সহায়তা সম্প্রসারণের উদ্দেশ্যে কার্গিলের কাছ থেকে পাঁচ বছরের জন্য ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ, সেইসাথে মধ্য আমেরিকার লিঙ্গ সমতা কেন্দ্রের জন্য কেয়ার ইন্টারন্যাশনাল থেকে ৫০ মিলিয়ন ডলার। বিনিয়োগকৃত অর্থ মূলত নারীর ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা হ্রাস করার উদ্দেশ্যে ব্যবহৃত হবে।

হন্ডুরাসে পার্কডেল মিলস নামে একটি নতুন সুতা কাটার প্রকল্প চালুর পরিকল্পনা করছে, এতে ৫০০ কর্মচারীকে সহায়তা করা সম্ভব হবে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

বিশ্বের বৃহত্তম কফি ও চা উৎপাদন কোম্পানি জেডিই পিট জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে খাপ খাইয়ে নেওয়া, আয়ের উত্স বৈচিত্র্যকরণ এবং মধ্য আমেরিকার কৃষকদের বাজারে আরও ভালভাবে কেনাকাটার সামর্থ্য অর্জনে সহায়তা বাড়ানোর পরিকল্পনা করছে।

হ্যারিস মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসন রোধ করার জন্য বাইডেন প্রশাসনের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। বাইডেন প্রশাসন ওইসব দেশের লোকেরা তাদের নিজ দেশ ছেড়ে যেতে বাধ্য হওয়ার কারণগুলিকে মোকাবেলা করার দিকে মনোনিবেশ করছে।