আমেরিকার সেন্ট্রাল কমান্ডের টুইটার এবং ইউটিউব একাউন্টে হ্যাক

ইসলামিক ষ্টেট গ্রুপের কম্পিউটার হ্যাকারা কিছুক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের টুইটার এবং ইউটিউব একাউন্টে ঢুকেছে।

সোমবার, সেন্ট্রাল কমান্ডের টুইটারে তারা যুক্তরাষ্ট্রের সেনাদের হুমকি দিয়ে এক সতর্ক বার্তা পোষ্ট করে। তারা লিখেছে “আমরা আসছি এবার নিজেদের সামলাওআইসিস

ঐ দলটি একটি লিঙ্কও প্রকাশ করেছে যেখানে আমেরিকার কয়েক ডজন সামরিক কর্মকর্তার ফোন নম্বর, ইমেইল এবং বাড়ীর ঠিকানা তারা প্রকাশ করেছে। হ্যাকাররা চীন এবং উত্তর কোরিয়ার সামরিক মানচিত্রও ফাঁস করে দিয়েছে।

সেন্টকমের কর্মকর্তারা ভয়েস অব আমেরিকাকে তাদের টুইটার এবং ইউটিউব একাউন্ট যে হ্যাক হয়ে ছিল তা নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানিয়েছেন। সেন্টকমের সব একাউন্ট তারা ৩০ মিনিটের মধ্যে সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছেন।