হিলারি ক্লিন্টান সদ্য নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজয় মেনে নিয়েছেন

2016 Election Clinton

ডেমোক্রাট হিলারি ক্লিন্টান বুধবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে, রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজয় মেনে নিয়েছেন এবং তিনি তার ভাষণে বলেছেন তিনি আশা করছেন “যে ট্রাম্প সকল আমেরিকানের জন্য সফল প্রেসিডেন্ট হবেন।”

কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টান যিনি দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, স্বীকার করেন যে তিনি পরাজিত হওয়ায় খুবই হতাশ হয়েছন। নিউ ইয়র্কে সমর্থকদের বলেন, “এটা বেদনাদায়ক এবং বহু দিন এই ব্যাথা থাকবে।”

ক্লিন্টান বলেন “আমরা যা ভেবেছিলাম তার চাইতে দেশ আরও গভীর ভাবে বিভাজিত।” কিন্তু তিনি বলেন, “খোলা মন নিয়ে তার প্রতি আচরণ করতে হবে এবং তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে।”

ট্রাম্প জয়লাভের পর এই প্রতিশ্রুতি দেন যে মেহনতি মানুষ যারা তাকে নির্বাচিত করেছেন তাদের তিনি কোন দিনই ভুলবেন না।