বিজিএমইএ’র এক্সপোর ২০১৫ উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান রাষ্ট্রদূতের মন্তব্য

সব ধরণের শর্ত পূরণের পরও আমেরিকায় তৈরি পোশাকের কোটামুক্ত সুবিধা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার চট্টগ্রামে তৈরি পোশাক শিল্পের সর্বচ্চ সংগঠন BGMEA এর ৩ দিন ব্যাপী পোশাক প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি একথা বলেন।
বিজিএমইএ’র এক্সপোর ২০১৫ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পখাতকে আরও শক্তিশালী করতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।