সিরিয়ায় অস্ত্র সরবরাহের ব্যপারটি যুক্তরাষ্ট্রে বিবেচনা করছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের ব্যপারটি বিবেচনা করছেন বলে খবরে প্রকাশ। যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিদ্বেষী বিদ্রোহীদের হাতে অস্ত্র চলে যেতে পারে সেই আশংকায় এই পদক্ষেপ গ্রহণ করেনি।
হয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেননি তবে তিনি জাতীয় নিরাপত্তা দলকে সিরিয়ার বিদ্রোহীদের জন্য কিভাবে আরো সাহায্য সহযোগীতা বৃদ্ধি করা যায় তা খতিয়ে দেখার কথা বলেছেন ।
এখন পর্যন্ত সেখানে মারাত্মক অস্ত্র নয় এমন সাহায্য পাঠানো হচ্ছে।
সিরিয়ার সক্রিয় কর্মিরা বলছেন, বুধবার দামেষ্কের কয়েকটি আবাসিক এলাকায় বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে এর একদিন আগে তুরষ্কের সংগে সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তে এবং রাজধানী দামেষ্কে ক্রমাগত সহিংস ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট বারাক ওবামা মংগলবার বলেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেবে তবে কি ধরণের পদক্ষেপ বিবেচনা করা হবে সে সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বিকৃতি জানান।