ইরাক যুদ্ধে আমেরিকার প্রাক্তন সেনারা রাসায়নিক অস্ত্র তৈরীর উপকরনের সংস্পর্শে এসেছে

যুক্তরাষ্ট্রের প্রধান একটি সংবাদ পত্রে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, ইরাক যুদ্ধে আমেরিকার ৬’শ প্রাক্তন সেনা রাসায়নিক অস্ত্র তৈরীর উপকরনের সংস্পর্শে এসেছিল এবং পেন্টাগন বিষয়টি তেমন একটা গুরুত্ব সহকারে দেখেনি।

ঐ সেনারা ২০০৩ সালে এরা রাসায়নিক পদার্থের সংষ্পর্শে আসে।

বৃহষ্পতিবার, নিউ ইয়োর্ক টাইমসের খবরে বলা হয়, এই বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল আবিষ্কার করেন যখন ইরাক যুদ্ধ ফেরত সেনাদের প্রশ্ন-উত্তরের ফর্ম ভর্তি করতে হয়, সেগুলো বিষদ ভাবে পর্যালোচনা করার সময়।

ইরাকে ৬২৯ জন সেনা বিষাক্ত গ্যাসসহ রাসায়নিক পদার্থের সংষ্পর্শে এসেছে।

নিউ ইয়োর্ক টাইমস বলছে, বিদেশী সেনা, কনন্ট্রাকটার, ইরাকী সেনাসহ অসামরিক জনগণও রাসায়নিক পদার্থের সংষ্পর্শে এসে থাকতে পারে।