জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত, বলছেন যে দেশটির সংযত থাকার কারণেই পুর্বাঞ্চলে যুদ্ধ শুরু হতে পারেনি

জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত , ইউরি সার্গেইফ বলছেন যে পুর্বাঞ্চলে যুদ্ধ শুরু না হওয়ার কারণ হচ্ছে ইউক্রেন নিজেকে সংযত করে চলছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরী বৈঠকে সার্গেইভ এই বক্তব্য রাখেন। নেটো এবং ইউরোপীয় পর্যবেক্ষকরা এ কথা জানানোর পর যে কয়েক সপ্তা ধরে রুশ ট্যাঙ্ক , সেনাবাহিনী এবং অস্ত্র শস্ত্র সীমান্ত অতিক্রম করে ইউক্রেনের পুর্বাঞ্চলে প্রবেশ করছে।

রাষ্ট্রদূত বলেন রাশিয়া কি করছে সে ব্যাপারে কাউকে কিছু জানাতে সে অস্বীকার করছে। তিনি প্রশ্ন উত্থাপন করেন যে ক্রেমলিন সরকার কি সশস্ত্র আক্রমণের পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত সামান্থা পাওার বলেছেন যে রাশিয়া এবং বিচ্ছিন্নতাবাদীরা ৫ই সেপ্টেম্বরের মিনস্ক অস্ত্র বিরতি চুক্তির কোন শর্তই মানেনি। ঐ চুক্তির একটি শর্ত ছিল ইউক্রেন থেকে সব বিদেশি সৈন্য প্রত্যাহার।

পাওয়ার বলেন একই সময়ে ইউক্রেন চু্ক্তিটি মেনে চলার জন্যে নিখাদ প্রচেষ্টা চালিয়েছে। তিনি জাতিসংঘকে রাশিয়ার ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত আলেকজান্দার পানকিন পরিষদকে জানান যে কিয়েভ সরকার ও বিচ্ছিন্নতাবাদীরা সৈন্য প্রত্যাহারের সমঝোতা সত্বেও ইউক্রেন সীমান্ত বরাবর। তার বাহিনী মোতায়েন করছে ।