একজন মহিলাকে হত্যার প্রতিবাদে তুরস্কে ব্যাপক বিক্ষোভ 

তুরস্কে ২৭ বছর বয়সী একজন মহিলাকে হত্যার প্রতিবাদে সমগ্র দেশ জুড়ে
বিক্ষোভ শুরু হয় I প্রতিবাদের জেরে কর্তৃপক্ষকে ইস্তানবুলে অনুষ্ঠিত মহিলা নির্যাতনের ওপর কনভেনশন বন্ধ করে দিতে হয় I বিভিন্ন অধিকারবাদী গ্রূপ মহিলাদের হত্যার ঘটনা বৃদ্ধি পাওয়াতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন I
গত সপ্তাহে গুলতেকিন নামের ওই মহিলাকে হত্যাকে করে কংক্রিটের নীচে চাপা দিয়ে রাখা হয় I ইস্তানবুল ও ইজমির শহরে প্রতিবাদ-বিক্ষোভের সময় পুলিশ বহু প্রতিবাদী মহিলাকে গ্রেফতার করে I তারা স্লোগান তুলেছিলেন, "মহিলা হত্যা বন্ধ কর" আমরা বাঁচতে চাই " I