আফগানিস্তানে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার সতর্ক করে দিয়েছেন যে খুব খারাপ একটা পরিস্থিতি থামানোর সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাঁরা বিবদমান পক্ষগুলোকে সহিংসতা পরিহার করে শান্তি স্থাপনের আহ্বান জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ডেব্রাহ লিওন্স বলেন, “আফগানিস্তানের জন্য কেবল একটি গ্রহণযোগ্য পথ হচ্ছে লড়াইয়ের ময়দান থেকে দূরে সরে এসে আলোচনার টেবিলে বসা”। তিনি এই পরিষদের কাছে এবং আঞ্চলিক দেশগুলোর প্রতিও আবেদন জানান, কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা আবার শুরু করতে তারা যেন তালিবান এবং আফগান সরকারের আলোচনাকারীদের উপর চাপ প্রয়োগ করে।
আলোচনাটি গত বছর সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল কিন্তু আবার থমকে গেছে। তুরস্ক, কাতার এবং জাতিসংঘ ঐ আলোচনা আবার শুরু করতে এপ্রিল মাসে ইস্তাম্বুলে একটি সম্মেলনের আয়োজন করেছিল কিন্তু তালিবান সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। এর বদলে তালিবানের আক্রমণ ও সহিংসতা বৃদ্ধি পায়। জাতিসংঘ বলছে গত বছরের প্রথম তিন মাসের তূলনায় এ বছর অসামরিক লোকের হতাহতের সংখ্যা প্রায় ৩০% বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান, ত্রাণকর্মী ও সংখ্যালঘুদের উপর একাধিকবার আক্রমণ চালানো হয়েছে। বলা হচ্ছে মে মাসের শুরু থেকে আফগানিস্তানের ৩৭০ টি জেলার মধ্যে ৫০ টি জেলা এখন তালিবানের দখলে চলে গেছে।