দক্ষিণ সুদানে জরুরি সাহায্যের আহবান জানিয়েছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা

জন কেরির সঙ্গে টোবি ল্যানজার

দক্ষিণ সুদানে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, তাতক্ষণিকভাবে জরুরি সাহায্যের আহবান জানিয়েছেন। বিগত কয়েকমাসের জাতিগত দাঙ্গার পর এখন দুপক্ষ অস্ত্রবিরতি চুক্তি সাক্ষর করেছে।

শনিবার, এক টুইটার বার্তায় টোবি ল্যানজার বলেন, মানুষের কাছে ত্রাণসাহায্য পৌঁছে দেওয়ার জন্যে এখন যাতে রাস্তায় ট্রাক ও নদীতে নৌযান চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

প্রেসিডেণ্ট সালভা কির, এবং বিদ্রোহী নেতা রিয়েক মাশার শুক্রবার, সামনাসামনি দেখা করেন। ৫ মাসে আগে সহিংসতা শুরু হবার পর এই প্রথম তাঁরা সাক্ষাতে মিলিত হলেন। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় তাঁরা একত্রে প্রার্থনা করে।

দুই নেতা সকল বৈরিতার অবসান এবং জনহিতকর পথ তৈরির অঙ্গীকার করেন। দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠাকে সর্বোত্তম উপায় বলে নেতারা একমত হন। অবশ্য, ঐ অন্তর্বর্তীকালীন প্রশাসনে, কে বা কারা থাকবেন সে বিষয়ে তাতক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

প্রেসিডেণ্ট কির বলেছেন, সেনাবাহিনী পুরোপুরি এই চুক্তির বাস্তবায়ন করবে।

মাশার বলেছেন, তিনি ঐ চুক্তিতে সন্তুষ্ট। তিনি আরো বলেছেন, যদি দুই পক্ষ সদিচ্ছার সঙ্গে সংলাপে অংশ নেয় তাহলে সমস্যা সমাধান সম্ভব।