জাতিসংঘ মহাসচীবকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ বাতিল

উত্তর কোরিয়া অকস্মাত্ই দ্বীপ রাষ্ট্রটিতে সফরে যাওয়ার জন্যে জাতিসংঘ মহাসচীবকে উদ্দেশ করে তাদের আমন্ত্রণ বাতিল করেছে। বর্তমানে দক্ষিন কোরিয়ায় পাঁচদিনের সফরে সেখানে অবস্থানরত মি:বান বুধবার বলেছেন­-শেষ মুহুর্তের এই রদবদলের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি এবং এ বার্তা পাঠানো হয়েছে কূটনৈতিক চ্যানেলে।

জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার কায়সং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করছিলেন।এটা অবস্থিত উত্তর ও দক্ষিন কোরিয়ার ঠিক মাঝখানে-সৈন্যমুক্ত এলাকার ঠিক উত্তর কোনায়। যৌথভাবে পরিচালিত কারখানাটিতে মি:বানের ঐ পরিকল্পিত সফর দু’দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো উত্তর কোরিয় ভূখন্ডে জাতিসংঘ মহাসচিবের পদার্পনের সূচনা করতো।