জাতিসংঘের মহাসচিব বান কী মুন পশ্চিম আফ্রিকায় ইবোলা রোগ মোকাবিলায় ডাক্তার , নার্স এবং সাজসরঞ্জামের প্রয়োজনীয়তা মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মি বান বলেন যে এ যাবৎকাল এই মারাত্মক ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে সংগঠিত হয়ে গোটা বিশ্বের এ ব্যাপারে সাড়া দেওয়া। তিনি ঘোষনা করেন যে ইবোলা মোকাবিলায় জাতিসংঘের প্রচেষ্টায় সমন্বয় সাধনের জন্যে তিনি জাতিসংঘের জনস্বাস্থ্ বিশেষজ্ঞ ডেভিড নাবারোকে নিয়োগ দিয়েছেন।
জাতিসংঘ প্রধান আন্তর্জাতিক সম্প্রদায়কে ভয় না পাবার আহ্বান জানিয়ে বলেছেন যে ইবোলা ভাইরাস প্রতিরোধ করা যেতে পারে।
এ দিকে বিশ্ব স্বাস্থ্্য সংস্থা বলেছে যে ফেব্রুয়ারি মাসে ইবোলা রোগ ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত এক হাজারের ও বেশি লোক প্রাণ হারিয়েছে যাদের বেশির ভাগই গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের অধিবাসী।
এ্ই রোগটির নিরাময় জানা না থাকায় আশংকা করা হচ্ছে যে এই ভাইরাসে আরও লোক আক্রান্ত হতে পারে।