ইউক্রেইনের প্রধানমন্ত্রী বলেছেন, তাদের কাছে অকাট্য প্রমান আছে যে রাশিয়া সরকার কিয়েভে তাদের বিরুদ্ধে লড়াইএর জন্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ক্রমাগত সামরিক সেনা এবং সরঞ্জাম প্ররণ করছে।
সোমবার রাজধানীতে প্রধানমন্ত্রী আর্সেনিয়া ইয়েতসেনিউক ইউক্রেইনের সাংবাদিকদের জানিয়েছেন, রাশিয়া যে ইউক্রেইনে অভ্যন্ততরে তাদের জনশক্তি এবং অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে সে বিষয়টি দেশের গোয়েন্দা বিভাগ নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, ক্ষুদ্র কামান, নানা ধরণের মিসাইল সিষ্টেম এবং নজরদারীর জন্য ইলেক্ট্রোনিক যন্ত্রপাতিও তারা পাঠিয়েছে যা একমাত্র রাশিয়ার সমারিক বাহিনীর কাছ থেকেই আসা সম্ভব।
সোমবার পূর্ব ইউক্রেইনে সরকার এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই অব্যাহত ছিল। ওদিকে, ইউক্রেইনের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন বিদ্রোহীদের সাহায্য করার জন্যে প্রায় ৭’শ রুশ সেনা সীমান্ত অতিক্রম করেছে।
ইউক্রেইনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবী করছেন, তাঁরা বিদ্রোহীদের হটিয়ে দিয়ে ডনেটস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ দখল করতে পেরেছে। ঐ বিদ্রোহীরা এখন ডনেটস্ক শহরের আবাসিক এলাকায় আশ্রয় নিয়েছে।