পূর্বাঞ্চলবর্তি য়ুক্রেইন থেকে যাঁরা চলে যেতে চান তাঁদের জন্যে করিডর সৃষ্টির নির্দেশ পোরেশেনকোর

য়ুক্রেইনের প্রেসিডেন্ট পেটরো পোরোশেনকো পূর্বাঞ্চলের লড়াইয়ের হাত থেকে রক্ষা পেতে পূর্বাঞ্চলবর্তী য়ুক্রেইনের লোকজন যাঁরা জান নিয়ে পালাতে চান নিরাপদে-দেশের অন্য কোনোখানে, তাঁদের জন্যে যথোপযুক্ত করিডর সুযোগ সৃষ্টি করতে নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদেরকে।
প্রেসিডেন্ট মঙ্গলবার এ কথা ঘোষনা করেন। বলেন,য়ুক্রেইন বাহিনী যখন কিনা রাশিয়া সমর্থক বিচ্ছিন্নতাবাদিদের কব্জা থেকে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসমূহের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেবার চেষ্টা করছে সেই ক্ষণে নতুন আবার কেউ ঘটনার শিকার না হয়ে পড়েন তারই নিশ্চয়তা বিধানে এটা করছেন তিনি।
ইতিমধ্যে,কিয়েভ সফররত যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের এ্যাসিসটেন্ট সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড – অর্থনৈতিক সহায়তা ও পূর্বাঞ্চলবর্তি য়ুক্রেইনের স্থিতিশীলতার লক্ষে যুক্তরাষ্ট্রের তরফের মদতের উল্লেখ করেছেন।
ওদিকে য়ুক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে- লুহান্সক ও ডোনেটস্কের লড়াই খতম করতে রাশিয়ার সঙ্গে তারা একটি পরিকল্পনার গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে ঐকমত্যে পৌঁচেছে।