য়ুক্রেইনের প্রধানমন্ত্রী মাইকোলা আযারফ পদত্যাগ করবেন

য়ুক্রেইনের সংসদে, জন সমক্ষে প্রতিবাদ বিক্ষোভের ওপর আরোপিত এক প্রস্থ বিধিনিষেধের আইন খারিজ হয়ে গিয়েছে এবং একই সঙ্গে য়ুক্রেইনের প্রধানমন্ত্রী মাইকোলা আযারফ পদত্যাগ করবেন বলে জানিয়েছেন, সরকার যেটাকে কিনা রাজনৈতিক সমঝোতায় প্রনোদনা জোগানোরই একটা উদ্যোগ বলে উল্লেখ করছে।
য়ুক্রেইন সরকারের ওয়েব সাইটে এই পদত্যাগের ঘোষনা প্রচারিত হয় মঙ্গলবারে। এতে মি:আযারফের একটি বিবৃতি দেওয়া রয়েছে যাতে বলা হয়েছে – তিনি সামাজিক-রাজনৈতিক সমঝোতায় মদত দিতে চান। দু’মাস স্থায়ি যে প্রতিবাদ-বিক্ষোভের ফলোদয়ে বিক্ষোভকারি ও পুলিশের মধ্যে সংঘাত বাধে তারই পর এসব ঘটলো ।
মি:আযারফ বলেন – তাঁর এ পদত্যাগ দেশের রাজনৈতিক সংকটের শান্তিপুর্ণ একটা নিস্পত্তির সুযোগ করে দেবে।প্রধানমন্ত্রীর এ পদত্যাগ অবশ্যই প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পক্ষ থেকে অনুমোদিত হতে হবে।
বেশ ক’ ঘন্টা পর সংসদে এই প্রতিবাদ-বিক্ষোভ বিরোধি আইনের খারিজ করা অনুমোদিত হয় । ইতিমধ্যে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ বলেছেন – বিক্ষোভকালে গ্রেফতার কয়েক ডজন প্রতিবাদি কেবল তখোনই ছাড়া পাবেন মতাদর্শিরা যদি কিনা সড়ক প্রতিবন্ধক তুলে নিয়ে –সড়ক পথ ছেড়ে চলে যান ।