ভ্লাদিমির পুতিন ইউক্রেনে মস্কোর বিতর্কিত ভুমিকা অব্যহত রাখবেন: সন্দেহ প্রেসিডেন্ট ওবামার

যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সন্দেহ প্রকাশ করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে মস্কোর বিতর্কিত ভুমিকা অব্যহত রাখবেন যতোক্ষন না পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি আরোপিত না হয়।

বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা বলেন তিনি বিশ্বাস করেন কিয়েভে রুশ-বিরোধী বিক্ষোভ জোরদার হওয়ার পর থেকে মিষ্টার পুতিন সতর্কভাবে এগুচ্ছেন।

যুক্তরাস্ট্র ও ইউরোপিয়ন ইউনিয়ন, রাশিযাকে ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেয়ার অভিযোগ করে আসছে। মস্কোর বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।