রুশ প্রধানমন্ত্রী এখন ক্রাইমিয়ায় আছেন

Russia's Prime Minister Dmitry Medvedev chairs a government meeting in the Crimean city of Simferopol, March 31, 2014. Russia will make Crimea a special economic zone offering tax breaks and reduced bureaucracy to attract investors, Prime Minister Dmitry

রুশ প্রধানমন্ত্রী ডিমিট্রি মেডভিয়েডেভ এখন ক্রাইমিয়াতে আছেন। এ মাসে এর আগে রাশিয়া, ইউক্রেন থেকে ক্রাইমিয়াকে অঙ্গীভূত করার পর, তিনিই সবচাইতে উর্ধতন রুশ কর্মকর্তা যিনি ওই অঞ্চলে গেলেন।

মি: মেডভিয়েডেভ বলেন রুশ কর্মকর্তাদের এক প্রতিনিধি দলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। উপদ্বীপে উন্নয়ন বিষয়ে রুশ কর্মকর্তারা বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী বলেছেন রাশিয়া, ক্রাইমিয়ায় একটি বিশেষ অর্থনৈতিক এলাকা সৃষ্টি করবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দেওয়ার জন্য তারা কর হ্রাস ও নিয়মবিধি সরল করার প্রস্তাব দিচ্ছে।
মি: মেডভিয়েডেভ ক্রাইমিয়ায় বেতন এবং অবসর ভাতা বৃদ্ধি করারও প্রতিশ্রুতি দেন।

ইউক্রেনের পুর্ব ও দক্ষিণ সীমান্ত থেকে রাশিয়া তাদের হাজার হাজার মোতায়েন সেনা প্রত্যাহার করুক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী এই দাবী করার একদিন পরে এই বৈঠক হচ্ছে।