উগান্ডায় ৪২দিনের লক ডাউন 

পূর্ব আফ্রিকার দেশ, উগান্ডায় দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী, ওয়েরি মুসাভেনি ৪২দিনের লক ডাউন জারি করেছেন I শুক্রবার রাত্রিকালীন ভাষণে প্রেসিডেন্ট মুসাভেনি বলেন, মৃত্যুর খবর শুনতে শুনতে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেনI শুক্রবার স্বাস্থ্য দপ্তর নুতন ৪২টি মৃত্যুর খবর দিয়েছেI গত ২৪ ঘন্টায় নুতন ১,৫৬৪টি নুতন সংক্রমণের কথা জানানো হয়I

প্রেসিডেন্ট মুসাভেনি শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, উগান্ডার জনগণ, আগেকার আন্তঃশহর ভ্রমণ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেনI তিনি বলেন, প্রতিটি গ্রামের সম্প্রদায় ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা এখন, গ্রামে গ্রামে পরিবার ও তাদের স্বাস্থ্য সম্পর্কে তথ্য রেকর্ড করবেনI

তিনি বলেন, সকল আন্তঃশহরের সরকারি ও ব্যক্তিগত পরিবহন চলাচল আজ থেকে ৪২ দিন বন্ধ রাখা হবেI