আফগানিস্তানে দুটি বিস্ফোরণে ৫৯ জন নিহত

আফগানিস্তানে দুটি বিস্ফোরণে ৫৯ জন নিহত

মঙ্গলবার দুটি সন্ত্রাসী বোমা আক্রমণে আফগানিস্তানের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে অন্তত ৫৯ জন নিহত হয়েছে এবং আরো ১৬০ জন আহত হয়েছে। এই হামলাটি ঘটলো শিয়াদের পবিত্র দিনে।

রাজধানী কাবুলে এই মারাত্মক সহিংস ঘটনাটি ঘটে যখন অন্তত একজন আ্ত্মঘাতী বোমাবাজ াাবুল ফজলের মাজারের কাছে বিস্ফোরণ ঘটায়। ঐ সময়ে ভক্ত শিয়ারা সমবেত হয়। ঐ বিস্ফোরণে নারী ও শিশু সহ ৫৫ জন নিহত হয় ।

আশুরার দিন দ্বিতীয় আরেকটি বোমার লক্ষ্য ছিল মাজারে শরীফ শহরে আরেকটি পবিত্র স্থান। সেখনে চার জন নিহত হয়।

আফগানিস্তান বিষয়ে সোমবারের সম্মেলনের পর , আফগান প্র্রেসিডেন্ট হামিদ কারজাই জার্মানি থেকে এই আক্রমণের নিন্দে করেছেন এবং দু দিনের ব্রিটেন সফর বাতিল করেছেন। তিনি বলেন এই প্রথম এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে আফগানিস্তানে এতো বড় মাপের সন্ত্রাসী ঘটনা ঘটলো।

তালিবান এই আক্রমণের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে । একে নৃশঙস ভাবে নির্বিচার হামলা বলে অভিহিত করেছে এবং এর জন্যে তাদের কথায় দখলদার শত্রুদের দায়ী করেছে।

তবে পাকিস্তান ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠি লাশকার-এ- জাঙ্গভি- আল –আলামি কাবুল আক্রমণের দায় স্বীকার করে। সুন্নি চরমপন্থি গোষ্ঠিটি