সিরিয়ায় তুর্কী ও যুক্তরাষ্ট্রের মিত্র কুর্দী বাহিনীর মধ্যে সংঘর্ষের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র

Jarablus, Syria

যুক্তরাষ্ট্র সোমবার বলেছে সিরিয়ায় তুর্কী বাহিনী এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দীদের নেতৃত্তে জোটবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ইউনিটের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে তা গ্রহণ যোগ্য নয়। যুক্তরাষ্ট্র সকল পক্ষের প্রতি পরিস্থিতি শান্ত করার আহ্বান জানায়।

ইসলামিক স্টেট মোকাবেলার লক্ষ্যে যে কোয়ালিশন, সেটিতে যুক্তরাষ্ট্রের দূত ব্রেট ম্যাকগার্ক এক Twitter বার্তায় বলেন “সশস্ত্র সকল পক্ষকে আমরা অস্ত্র বিরতির আহ্বান জানাচ্ছি। সংঘর্ষ প্রশমন ও ISIL এর উপর দৃষ্টি জোরদার করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সক্রিয় ভাবে অংশ নিচ্ছে। ISIL এখনও মারাত্মক ও অভিন্ন হুমকী হয়ে আছে।

ম্যাকগার্ক বলেন সিরিয়ার জারাবুলাস শহরের দক্ষিণে যে লড়াই হচ্ছে পেন্টাগন তার তীব্র সমালোচনা করে।