তুর্কী বাহিনী সিরিয়ায় আক্রমণ অভিযান চালিয়েছে

This picture taken from the Turkish Syrian border city of Karkamis in the southern region of Gaziantep, on Aug. 24, 2016 shows Turkish army tanks and pro-Ankara Syrian opposition fighters moving two kilometres west from the Syrian Turkish border town of J

তুরস্কের ট্যাংক বহর এবং বিশেষ বাহিনী বুধবার সিরিয়ায় অভিযান চালায়। সীমান্ত অঞ্চল থেকে ইসলামিক স্টেট চরমপন্থীদের এবং সিরিয়ান কুর্দীদের নির্মূল করার লক্ষ্যেই বুধবার ওই সামরিক অভিযান চালানো হয়।

প্রায় ১৫০০ সিরিয়ান বিরোধী যোদ্ধাও, ওই অভিযানে অংশ নেয়। ৫ বছর ধরে চলা সিরিয়ান সংঘাতে আংকারা এমন উল্লেখযোগ্য ভাবে অভিযান চালায়।

সূর্যদয়ের আগে প্রচন্ড গোলা বর্ষণের কয়েক ঘন্টা পর এবং জারাব্লুসের চতুর্দিকে ইসলামিক স্টেট লক্ষ্যস্থলে তুর্কী ও আমেরিকান বোমা হামলার পর, তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থার প্রকাশিত খবরে বলা হয়েছে যে বিদ্রোহীরা কাছাকাছি আইএস নিয়ন্ত্রিত কাকলিজে গ্রাম দখল করেছে। যুক্তরাষ্ট্রের এক উর্ধতন কর্মকর্তা বলেছেন ওই অভিযানে সাহায্য করার জন্য, আমেরিকা বিমান হামলা সহ, গোয়েন্দা বিভাগের তথ্য এবং উপদেষ্টাদের সহায়তা দিচ্ছে।

তুর্কী প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন তুরস্কে সাম্প্রতিক আক্রমণের জবাবে তারা ওই আক্রমণ অভিযান চালায়।