তুরস্ক এবং ইস্রায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করণে অগ্রগতি অর্জিত

তুরস্ক জানিয়েছে, তুরস্ক এবং ইস্রায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করণে দু’দেশের কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অগ্রগতি সাধিত হয়েছে। শুক্রবার আংকারার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকে কর্মকর্তারা একমত হয়েছেন যে পরবর্তী বৈঠকে, দু’পক্ষের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পাদিত হবে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে খুব শীঘ্রই দু’পক্ষ আলোচনায় বসবে তবে তারা নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি।


২০১০ সালে, তুরস্ক গাজায় একটি ত্রাণবাহী জাহাজ প্রেরণ করলে ইস্রায়েল তা আটকে দিলে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ভেঙ্গে যায়। হামাস জঙ্গি দল গাজার নেতৃত্বে রয়েছে বলেই ইস্রায়েল অবরোধ সৃষ্টি করেছে।