তুর্কী বিমান হামলায় ইরাকে কুর্দী চরমপন্থীরা নিহত

FILE - A Turkish military helicopter flies at low altitude along a mountain in Cukurca, near the Iraqi border in southeastern Turkey, where thousands of Turkish troops had launched a ground and air offensive against PKK fighters, Oct. 21, 2011.

তুরস্কের বার্তা মাধ্যমে বলা হয়েছে যে অন্তত ২০জন কুর্দী চরমপন্তী বুধবার সকালে ইরাকের উত্তরাঞ্চলে তুর্কী বিমান হামলায় নিহত হয়।

আনাদুলু সংবাদ সংস্থা জানিয়েছে তুর্কী F-16 জঙ্গী জেট, অবৈধ কুর্দী ওযার্কার্স পার্টি PKKর সদস্যদের লক্ষ্য করে, তুরস্কের সঙ্গে ইরাকের সীমান্তের কাছে হাকুর্ক পার্বত্য অঞ্চলে হামলা চালায়।

২০১৫ সালের জুলাই মাসে তুরস্কের সরকার এবং পিকেকে র মধ্যে দু বছরের শান্তি ও অস্ত্র বিরতি চুক্তি ভেঙ্গে যায়।