সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান, তাঁর দেশের বিবদমান রাজনৈতিক দলগুলোকে, নির্বাচন পরবর্তী পর্যায়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
নির্বাচনে তার ক্ষমতাসীন দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়। ফলাফল প্রকাশের পর আর্থনীতিক বাজারে, অনিশ্চয়তা, নেতিবাচক প্রভাব রাখে।
তুরস্কের মুদ্রার মূল্য, যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময়ে রেকর্ড মাত্রায় পড়ে যায়। ইস্তাম্বুলের শেয়ার বাজার ৮ শতাংশ নেমে যায়।
মি এরদোয়ান আশা করছিলেন যে তিনি ৫৫০ আসনের সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন যাতে আংকারার সংবিধান পরিবর্তন করে, সংসদীয় গণতন্ত্র থেকে প্রেসিডেন্ট পদ্ধতির শাসন প্রবর্তন করা যায়। তাতে তিনি আরও বেশি ক্ষমতা পেতেন। তাঁর ইসলামিক পন্থী Justice and Development Party (AKP) ৪১ শতাংশ ভোট পায়। চার বছর আগে একেপি পেয়েছিল প্রায় ৫০ শতাংশ ভোট।
মি: এরদোয়ানের জন্য এটা একটা প্রচন্ড আঘাত। তিনি বলেছেন কোন দলই ম্যানডেটদাবী করতে পারবে না এবং একক দল হিসেবে সরকার গঠন করতে পারবে না।