শনিবার ইস্তাম্বুলে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের জন্য তুরস্ক রবিবার ইসলামিক স্টেট চরমপন্থীদের দায়ী করে। ওই বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়, আহত হয় বহু লোক।
স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা বলেছেন একজন তুর্কী নাগরিক মেহমত অজতুর্ক ওই আক্রমণ চালায়।
অজতুর্ক জন্মগ্রহণ করে ১৯৯২ সালে সিরিয়া সীমান্ত বরাবর গাজিয়ানটেপ প্রদেশে। আলা বলেন সন্দেহভাজন বোমা হামলাকারী, তুরস্কের সন্ত্রাসী নজরদারী তালিকায় ছিল না। হামলাকারী বিস্ফরণে নিহত হয়।
তুর্কী কর্মকর্তারা বলেন আক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ৫জন কে ইতিমধ্যে আটক করা হয।