তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান রবিবার নেদারল্যান্ডসকে সতর্ক করে দিয়েছেন যে আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রীকে সে দেশে প্রবেশ করতে না দেওয়ার জন্য এবং শনিবার আরেক মন্ত্রীকে বহিস্কার করার জন্য তাদের মূল্য দিতে হবে। তুর্কী অভিবাসীদের সঙ্গে যেন তিনি সমাবেশ করতে না পারেন, সে কারণে, তারা ওই মন্ত্রীকে বহিস্কার করে।
এরদোয়ান, নেটোর মিত্র, ওলন্দাজ সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা নাৎসিবাদ এবং ফ্যাসিজামের মত কর্মকান্ড চালাচ্ছে। তিনি বলেন শুধুমাত্র এক অবদমনকারী প্রশাসন, আঙ্কারার কর্মকর্তাদের নেদারল্যান্ডসে যেতে দেওয়ায় বাধা দিতে পারে।
আঙ্কারার ওই দুই কর্মকর্তা চেষ্টা করেন তুর্কী অভিবাসী ভোটদাতাদের উৎসাহিত করতে, যাতে তারা এরদোয়ানকে সমর্থন করেন এবং এরদোয়ান আগামীমাসে গণভোটে জয়ী হন।