দক্ষিণ ইউরোপের সাতটি দেশের নেতারা বৃহস্পতিবার তুরস্ককে পূর্ব ভূমধ্যসাগরে "একতরফা এবং অবৈধ কার্যকলাপ" বন্ধ করতে এবং ঐ অঞ্চলে উত্তেজনা কমাতে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। ফ্রান্স, গ্রীস, সাইপ্রাস, মাল্টা, ইতালি, স্পেন এবং পর্তুগালের রাষ্ট্র ও সরকার প্রধানরা উন্মুক্ত সংঘাতের আশঙ্কায় করসিকায় জড়ো হয়েছেন, তুরস্ক ঐ অঞ্চলে তাদের জ্বালানী সম্পদ ও প্রভাব বিস্তার করতে চায়। চূড়ান্ত বিবৃতিতে নেতারা তাদের "সাইপ্রাস এবং গ্রীসের প্রতি পূর্ণ সমর্থন এবং একাত্মতা" পুনর্ব্যক্ত করেছেন। তাদের কথায় সাইপ্রাস এবং গ্রীস তুরস্কের "সংঘাতপূর্ণ কর্মকাণ্ডের" সম্মুখীন হচ্ছে। তারা বলছেন, "আমরা দুঃখিত যে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের একতরফা এবং অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য বারবার আহ্বানে সাড়া দেয়নি। নেতারা সতর্ক করে দিয়েছেন যে "তুরস্ককে আলোচনায় সম্পৃক্ত করার বিষয়ে অগ্রগতি না হলে, এবং যদি তারা তাদের একতরফা কার্যক্রম বন্ধ না করে, তাহলে ইইউ এই মাসের শেষের দিকে এক শীর্ষ সম্মেলনে আরো কঠোর পদক্ষেপের একটি তালিকা তৈরি করতে প্রস্তুত।