তুরস্ক ওয়াইপিজি’র বিরুদ্ধে আফরিনে সামরিক অভিযান চালাবে

আফরিনে সামরিক হস্তক্ষেপ করার জন্য দামেস্ক প্রস্তুত- এমন তথ্যের বিষয়ে আঙ্কারা সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে বলেছে, তুরস্কের নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি’র বিরুদ্ধে কুর্দি শাসিত আফরিনে সামরিক অভিযান চালাবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Mevlut Cavusoglu সোমবার বলেছেন, "যদি তারা ওয়াইপিজি’কে নির্মূল করার জন্য সেখানে উপস্থিত হয় তবে কোন সমস্যা নেই। কিন্তু যদি সিরিয়া বাহিনী ওয়াইপিজি’কে রক্ষা করার জন্য আফরিনে প্রবেশ করে তবে কেউই আমাদের থামাতে পারবে না।"

তুরস্কের সরকার ঘোষণা করেছে যে, অভিযানের লক্ষ্য আফরিন থেকে সমস্ত ওয়াইপিজি মিলিশিয়া অপসারণ এবং ৩০ কিলোমিটার নিরাপত্তা অঞ্চল তৈরি করা।