তিউনিসের একটি সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত

তিউনিসিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে ভূমধ্যসাগরীয় উপকূলে একটি হোটেলের কাছে সান্ত্রাসী আক্রমণে অন্তত ২৮জন নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা সোসে শহরে ইম্পেরিয়াল মারহাবা হোটেলের কাছের সমুদ্র সৈকতে গুলি চালায়। তিউনিসিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকার পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ঐ হামলার জবাব দেয় এবং ঐ ঘটনায় অন্তত এক বন্দুকধারী নিহত হয়েছে।

তাতক্ষনিক ভাবে কেউই আক্রমণের দায়িত্ব স্বীকার করেনি।

তিউনিসের বর্দো মিউজিয়ামে ইসলামিক জংগি বন্দুকধারীরা বিদেশী একটি পর্যটক দলের উপরে হামলা চালায়ে হত্যা করার পর, মার্চ মাস থেকে তিউনিসিয়ায় সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। তিউনিসিয়ায় এর আগে বহু বছর ঐ ধরণের আক্রমণের ঘটনা ঘটেনি।