তিউনিসিয়ার নির্বাচন

তিউনিসিয়ার প্রধান ধর্মনিরপেক্ষ বিরোধী দল দাবী করছে দেশের ঐতিহাসিক সংসদ নির্বাচনে তারা জয়ী হয়েছে। ঐ নতুন সংসদের সদস্য সংখ্যা হবে ২১৭।

নির্বাচন কর্মকর্তারা বলছেন, সোমবার দিনের শেষে নির্বাচনের আংশিক ফলাফল জানা যাবে। বৃহস্পতিবারের মধ্যে আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে।

অবশ্য ভোটদাতাদের ভোটপরবর্তী মন্তব্য এবং প্রাথমিক ভোট গণনার কথা উল্লেখ করে নিডা তুন পার্টি বলছে, তারা প্রায় ৮০টি আসন জিতেছে। মধ্যপন্থী ইসলামিক পার্টি প্রায় ৬০টি আসন পাবে বলে অনুমান করা হচ্ছে।

রোববারের নির্বাচনে প্রায় ৯০টি দল অংশ নেয়। ২০১১ সালে একনায়ক যিনাল-আবেদিন-বেনালি ক্ষমতাচ্যুত হবার পর গণতান্ত্রিক পদযাত্রায় এক ধাপ এই নির্বাচন।

তিউনিসিয়ার ৫২ লক্ষ নিবন্ধিত ভোটারের প্রায় ৬০ শতাংশ রোববারের সংসদ নির্বাচনে ভোট দেয়। এই সংসদ ৫ বছর বলবদ থাকবে।

প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, নির্বাচনকে সাধুবাদ দিয়েছেন। বলেছেন, দেশের ঐতিহাসিক রাজনৈতিক উত্তরণের পথে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও বলেছেন, তিউনিসিয়রা এখনও ঐ অঞ্চল এবং সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করছে।