ট্রাম্প প্রতিরক্ষা ব্যয় বরাদ্দ প্রস্তাবে ভিটো দিয়েছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গতকাল বার্ষিক প্রতিরক্ষা নীতি বিষয়ক একটি প্রস্তাবে ভিটো দিয়েছেন এবং ঐ থোক প্রস্তাবকে চীন ও রাশিয়ার প্রতি তাঁর কথায় উপহার বলে অভিহিত করেছেন। তবে কংগ্রেসে ঐ প্রস্তাবের প্রতি ব্যাপক ভাবে উভয় পক্ষের সমর্থন ছিল। দ্য ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশান অ্যাক্ট নামের এই প্রস্তাবিত আইন সামরিক কর্মসূচীর জন্য ৭৪ হাজার কোটি ডলার অনুমোদন করেছে এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্যে তিন শতাংশ বেতন বৃদ্ধির কথা বলেছে। এই আইন সৈন্যদের মর্যাদা, অস্ত্র পদ্ধতি এবং ব্যক্তিগত বিষয়ে পেন্টাগনের নীতিকে দিক নির্দেশনাও দিচ্ছে।

প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলসি ট্রাম্পের ভিটোকে তাঁর কথায়,“ বিশৃঙ্খল ও বেপরোয়ামূলক কাজ,যা আমাদের সৈন্যদের ক্ষতি করে” বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, ট্রাম্প তাঁর মেয়াদের এই প্রায় শেষ মূহুর্তে এসে বিশৃঙ্খলার বীজ বপন করছেন যা আমাদের সৈন্যদের দীর্ঘ প্রতীক্ষিত বেতন বৃদ্ধি এবং বিপদের সময়কার বিশেষ বেতন থেকে বঞ্চিত করবে। তিনি বলেন এর ফলে পারিবারিক কারণে বেতন সহ ছুটি প্রাপ্তি, শিশুদের পরিচর্যা ইত্যাদি থেকে তাদের বঞ্চিত করা হবে। তা ছাড়া বঞ্চিত করা হবে আমাদের প্রাক্তন সৈন্যদের আবাসন ও স্বাস্থ্য সেবা থেকেও। পেলসি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের ভিটো বৈশ্বিক নিরাপত্তার হাতিয়ার থেকে আমাদের দেশ ও মিত্র রাষ্ট্রগুলিকেও বঞ্চিত করবে।