সোমবার হোয়াইট হাউস থেকে বলা হয় গত সপ্তাহে ফ্লোরিডার একটি হাই স্কুলে গুলি চালনা ও ব্যাপক হত্যাকান্ডে ১৭জন নিহত হওয়ার পর, যারা বন্দুক কিনবেন তাদের বিষয়ে খোঁজখবর নেওয়ার কেন্দ্রীয় ব্যবস্থা আরও জোরদার করার প্রচেষ্টাকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সমর্থন করছেন।
হোয়াইট হাউস এর মুখপাত্র সেরাহ হাকাবি স্যান্ডার্স বলেছেন ট্রম্প গত সপ্তাহে টেক্সাস এর রিপাবলিকান সেনেটার জন ক্রোনিন এর সঙ্গে তাঁর দ্বিদলীয় আইন প্রস্তাব বিষয়ে কথা বলেছেন। ওই আইন প্রস্তাবের আরেকজন উদ্যোক্তা হচ্ছেন কানেটিকাট রাজ্যের ডেমোক্রাটিক সেনেটার ক্রিস মার্ফি। সেনেটার মার্ফি দীর্ঘদিন ধরে বন্দুক বিরোধী ব্যবস্থার পক্ষপাতি। ওই আইনপ্রস্তাবে যারা বন্দুক কিনবেন তাদের বিষয়ে খোঁজখবর নেওয়ার ব্যবস্থা উন্নত করা হবে। এখনও এ বিষয়ে আলোচনা হচ্ছে।